গোবিন্দগঞ্জে হেলথ ক্যাম্প এর শুভ উদ্বোধণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের হেলথ ক্যাম্প এর শুভ উদ্বোধন উপলক্ষে আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রামকৃ্ষ্ণ বর্ম্মণ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র আতাউর রহমান সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জীবন্নেছা প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন অপরাপর দপ্তরের কর্মকর্তাগণ সহ ভাতাপ্রাপ্ত উপকারভোগি সদস্যরা।

অনলাইন ডেস্ক