পার্বতীপুরে ভারতীয় পন্য সামগ্রীসহ মহিলা চোরাচালানী আটক
দিনাজপুরের পার্বতীপুরে ভারতীয় পন্য সামগ্রী সহ এক মহিলা চোরাচালানীকে আটক করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। রবিবার বিকাল ৫টা ৪৫ মিনিটে রেলওয়ে ষ্টেশনের দক্ষিন মাথা থেকে তাকে আটক করা হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সাত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের এ এস আই গোলাম রব্বানী (পিপিএম) ও সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের ডিবি শাখার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গতকাল রবিবার বিকাল ৫ টা ৪৫ মিনিটে রেলওয়ে ষ্টেশনের দক্ষিন মাথায় ভারতীয় পন্য সামগ্রী নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা রত চোরাচালানী মোছাঃ জুলি বেগম (৪০) কে হাতে নাতে আটক করে।
সে নওগাঁ জেলা সদরের হাট নওগাঁ (সাহেবপাড়া) এলাকার মোঃ আবুল কালাম আজাদের স্ত্রী। তার কাছ থেকে সীমান্তের চোরাপথ দিয়ে আনা ৩৮ প্যাকেট ভারতীয় গুড়া দুধ, ১০ জুনিয়র হরলিক্সের জার, ৯ প্যাকেট জিরা, ১৫ কালার ১২ প্যাকেট পটকা, ৪৫ টি ভ্যাসলিন ও ২০ প্যাকেট লবন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি