পদ্মায় জেলের জালে ৩৭ কেজি ওজনের বাঘাইর
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকার পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি বাঘাইর মাছ ধরা পরেছে।ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ৩৭ কেজি।গেল শনিবার বিকেলে স্থানীয় জেলে গোবিন্দ হালদারের জালে এই মাছটি ধরা পরে।
এ সময় মাছটিকে একনজর দেখতে ভিড় করে জনতা। দৌলতদিয়া ফেরিঘাটে মাছ ব্যবসায়ী শাহজাহান জানান, শনিবার বিকেলে বাঘাইর মাছটি ধরা পরার পর ৯০০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৩০০ টাকায় ক্রয় করার পর রোববার সকালে ঢাকার কাওরান বাজার এলাকার মাছ ব্যবসায়ী চঞ্চলের কাছে ১০০০ টাকা কেজি দরে ৩৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
তিনি আরও জানান, এ বছর হঠাৎ পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে মাঝে মধ্যে এমন বড় আকৃতির মাছ ধরা পড়ছে।

অনলাইন ডেস্ক