কাহালুতে আওয়ামীলীগের স্মরণ সভা অনুষ্ঠিত
২০০৬ সালের ২৮ অক্টোবর ৪ দলীয় জোট তথা জামায়াত-বিএনপি কর্তৃক কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ সহ অন্যান্য নেতাকর্মীদের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটতরাজের ঘটনায় সোমবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বক্তব্য রাখেন কাহালু ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি, কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ।
তিনি তার বক্তব্যে বলেন, ১৯৮০ সাল হতে ১৯৯০ সাল পর্যন্ত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে আমি সফল ভাবে দায়িত্ব পালন করি। আওয়ামীলীগ করাকালীন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সভাপতি পদ থেকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, খালেদা জিয়া বিরোধী আন্দোলন এবং জামায়াত-বিএনপি তথা ৪ দলীয় জোটের বিরোধী আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছি এবং নেতৃত্ব প্রদান করেছি। জামায়াত-বিএনপি তথা ৪ দলীয় জোটের বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাকে চরম মূল্যে দিতে হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবরে ৪ দলীয় জোটের সমর্থকেরা সন্ত্রাসী কর্মকান্ডের অংশ হিসেবে আমার বাসায় পেট্রোল ছুঁড়ে দিয়ে অগ্নি সংযোগ করে ভুস্মীভূত করেছিল এবং আমাকে ৭টি মিথ্যা মামলার আসামী করা হয়েছিল এবং আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীদের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটতরাজ করেছিল জামায়াত-বিএনপি। কাহালু উপজেলার আওয়ামীলীগের কোন নেতাই এমন তির সম্মুখিন হয়নি। স্মরণ সভায় তিনি কাহালু পৌরসভা, উপজেলা পরিষদ, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা ও কাহালু সরকারি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন দূর্নীতির কথা তুলে ধরেন এবং এই সব প্রতিষ্ঠানে দুদক এর অভিযান চালানোর জন্য দুদক কর্মকর্তাদের নিকট আহবান জানান।
স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগনেতা আাবুল কালাম আজাদ, আতোয়ার হোসেন, সেকেন্দার আলী মুন্সি, আবুল কাশেম (লাভা), বাদশা সেকেন্দার, আশরাফ আলী, আব্দুল ওহাব, আব্দুল মুমিন, মাজেদ আলী, ছাত্রলীগনেতা হুমায়ুন আহম্মেদ (উচ্ছাস) সহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি