আইনমন্ত্রী আনিসুল হকের মা অসুস্থ, সবার কাছে দোয়া চেয়েছেন তিনি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মাতা জাহানারা হক (৮৫) অসুস্থ। এ কারণে আইনমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে বলে আজ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাহানারা হক গত শনিবার রাতে তাঁর বনানীর বাসভবনে হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। ওই রাতেই তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালের আইসিইউ-তে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর সু-চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছেন।

অনলাইন ডেস্ক