পাঁচবিবিতে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৯-এর উদ্বোধন অনুষ্ঠান আজ মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল। বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথি কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাধা নাথ দাস, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম ও কৃষক ছানোয়ার হোসেন প্রমুখ।আলোচনা সভার পূর্বে ইঁদুর নিধনের উপর প্রমান্য চিত্র প্রদর্শিত হয়। শেষে লাঠি দিয়ে ইঁদুর মেরে এই অভিযানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এ অনুষ্ঠানে উপজেলা ৫শতাধিক কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি