বগুড়ায় বুৃদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার

বগুড়ায় বুৃদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় মামলার মূল আসামী আব্দুর রহিম(৫০)কে গ্রেফতার করেছে র্যাব।
আজ বুধবার সকাল সাড়ে ৭টায় র্যাব-১২ এর অভিযানে জেলার শাজাহানপুর থানার শাবরুল বাজার থেকে গ্রেফতার করা হয় তাকে।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর বগুড়া সদর এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। ঐদিন বুৃদ্ধি প্রতিবন্ধী শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির কান্না ও চিৎকারের আওয়াজ শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে। এসময় আসামী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করে।
র্যাব-১২ বগুড়া এর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বুধবার সকালে শাজাহানপুর থানার শাবরুল বাজারে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়।