চট্টগ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
চট্টগ্রামের পটিয়ার কেলিশহরের গুচ্ছ গ্রামে হাজেরা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। আটক স্বামীর নাম সামশুল আলম (৪০)। নিহত হাজেরা বেগম উপজেলার বাঁশখালী উপজেলার শেখের খীল গ্রামের মৃত ফজল আহম্মদের কন্যা।
স্বামী সামশুল আলমও একই এলাকার জাফর আহম্মদের পুত্র। স্থানাীয়রা জানান, ১২ বছর আগে সামশুল আলমকে পালিয়ে বিয়ে করেন হাজেরা। এটি হাজেরার দ্বিতীয় বিয়ে। দীর্ঘ ১২ বছরে এই দম্পত্তির সংসারে সন্তান
পরে সামশুল আলম আবার বিয়ে করতে চাইলে হাজেরা এতে রাজি না হওয়ার জের ধরে বুধবার ভোরে হাজেরাকে গলায় ফাঁস দিয়ে সামশুল হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ বুধবার ভোররাতে সামশুল আলমকে আটক করে। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক