কাহালুর বোনবোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষিকা কর্তৃক শিশুকে নির্যাতন
বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বোনবোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম দুলাল ও সহকারি শিক্ষিকা মোনোয়ারা পারভিন কর্তৃক ১২ বছরের শিশু নাহিদ ইসলামকে নির্যাতনের অভিযোগে গত ২৪/১০/১৯ইং তারিখে বগুড়া জেলা শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন নাহিদের বড় ভাই আবু বক্কর। লিখিত অভিযোগের অনুলিপি বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয় গত ২২/১০/১৯ইং তারিখে বেলা সাড়ে ৩ টার সময় নাহিদ ইসলাম অত্র বিদ্যালয়ের দোলনাতে দোল খাচ্ছিল এমন সময় অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোনোয়ারা পারভিন এর ছেলে এসে বলে আমাদের দোলনাতে দোল খাচ্ছি বলে নাহিদ ইসলামকে ধাক্কা মারে।ধাক্কা মারা দেখে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষিকা দোলনার দিকে ছুটে যান। প্রধান শিক্ষক ফেরদৌস আলম দুলাল নাহিদ ইসলামের শার্টের কলার ধরে ও সহকারি শিক্ষিকা মোনোয়ারা পারভিন তার হাত ধরে শিক্ষক বিশ্রামাগারে নিয়ে গেয়ে বেধরক মারপিট করে। মারপিটে নাহিদ ইসলামের কান দিয়ে রক্ত পড়ে এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। বোনবোনাই গ্রামের মানিক ও টগর ইসলাম বিদ্যালয়ের বিশ্রামাগারে গিয়ে প্রধান শিক্ষককে বলেন নাহিদকে মারছেন কেন। প্রধান শিক্ষক বলেন আমার ছাত্রকে মারছে তাই। পরে তারা নাহিদকে তার বাড়ীতে নিয়ে আসেন। নাহিদের বড় ভাই প্রথমে তাকে গ্রামের পল্লী চিকিৎসক রফিকুলের কাছে নিয়ে গিয়ে সাধারণ চিকিৎসা করান এবং পরে তাকে আবারও কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে এসে জরুরী বিভাগের চিকিৎসকের পরামর্শ অনুয়ারী তার চিকিৎসা করছেন। বোনবোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম দুলাল ও সহকারি শিক্ষিকা মোনোয়ারা পারভিন শিশু নাহিদকে বিশ্রামাগারে নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও তাকে মারপিটের কথা অস্বীকার করেন।
অত্র বিদ্যালয়ের সভাপতি নাসির উদ্দীন নান্নু বলেন, শিশু নির্যাতনের অভিযোগের অনুলিপি আমি পেয়েছি। ঘটনার সময় বেলা সাড়ে ৩ টায় যাহা বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের সময়। এ ঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষে উর্দ্ধতন কর্তৃপক্ষ যাহা আইনগত ব্যবস্থা গ্রহন করবেন তাহাতে আমার দ্বিমত নেই। এ ব্যাপারে বগুড়া জেলা শিক্ষা অফিসার তাহমিনা খাতুন এর সঙ্গে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন এ ঘটনায় আমি কাহালু উপজেলা শিক্ষা অফিসারকে তদন্ত করে রির্পোট পাঠানোর জন্য নির্দেশ দিয়েছি।

কাহালু (বগুড়া) প্রতিনিধি