ভোলার মনপুরায় মটরসাইকেল দূর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত

ভোলার মনপুরায় কলেজ থেকে হোন্ডাযোগে বাড়ি ফেরার সময় সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। নিহত কলেজ ছাত্রী মনপুরা সরকারি ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার কাউয়ার টেক নামক স্থানে সড়কের উপর এই দূর্ঘটনা ঘটে। পরে বিকেলে আহত অবস্থায় স্থানীয়রা ওই ছাত্রীকে ভর্তি করলে চিকিৎসক অবস্থার বেগতিক দেখে ঢাকায় প্রেরণ করে।
পরে ওই দিন রাত ৮ টায় স্পীডবোটযোগে চেয়ারম্যান ঘাট হয়ে ঢাকা নেওয়ার পথে নোয়াখালী নামকস্থানে ওই কলেজ ছাত্রী নিহত হয়।নিহত কলেজ ছাত্রী হলেন, উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক গ্রামের ৮ নং ওয়ার্ডের মজিবুল হকের মেয়ে লিজা আক্তার (১৮)। বুধবার সকাল ১১ টায় নিহত ওই কলেজ ছাত্রী লাশ জানাযা শেষে দাফন করা হয়েছে বলে অভিভাবক ও ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর হোসেন জানিয়েছেন।এদিকে, আজ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা চত্বরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবীতে নিহত ওই ছাত্রীর কলেজের সহপাঠি, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হবে।