নওগাঁর পতœীতলায় কৃষ্ণপুরে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলায় কৃষ্ণপুর ইসলামী জনকল্যাণ পরিষদের আয়োজনে প্রায় পাঁচ শত হতদরিদ্র ও অসহায় রোগিদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর বুধবার সকাল ৯টায় কৃষ্ণপুর ডিগ্রি কলেজে ইস্পাহানী আই হসপিটাল এর সহযোগিতায় উক্ত চক্ষু শিবিরের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, পরিষদের সভাপতি ও অত্র কলেজের প্রভাষক মজিবর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ শফিউদ্দীন মাস্টার, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান আক্কাস আলী, উপদেষ্টা আব্দুল মালেক, কোষাধ্যক্ষ আনারুল ইসলাম আখতার, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সম্পাদক ফজলুর রহমান, পত্নীতলা প্রেস কাব সহসভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক মাসুদ রানা, প্রভাষক তোজাম্মেল হক, প্রভাষক রেজাউল করিম, প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ। উল্লেখ্য, চক্ষু পরীক্ষার পর ১ শতাধিক রোগির স্বল্প খরচে চোখের ছানী অপারেশন ব্যবস্থা করা হয়।