প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মিন্টু মন্ডল
দুপচাঁচিয়ার পালিমহেষপুর গ্রামের ছালামত আলী মন্ডলের ছেলে ও গোবিন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মিন্টু মন্ডল গত ১৪অক্টোবর ২০১৯ইং জমিজমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে অবস্থার অবনতি ঘটলে পরবর্তীতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হয়। বর্তমানে আহত মিন্টু মন্ডল ঢাকায় চিকিৎসাধীন রয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। এঘটনায় আহতের বড়ভাই রফিকুল ইসলাম গত ১৯অক্টোবর ২০১৯ইং তারিখে থানায় দুপচাঁচিয়ার সরকারী শহীদ এম মুনছুর আলী ডিগ্রী কলেজের প্রদর্শক(রসায়ন বিভাগ) ও দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের ৩য় যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, গোবিন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মতিউর শেখ সহ ৭জনকে এবং অজ্ঞাত ৫/৭জনকে আসামী করে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করে। মামলা দায়েরের পরপরই মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রামের হাসান ওরফে মেহেদী হাসান নামক এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে।
এঘটনায় এলাকায় মিন্টু মন্ডলকে হত্যা প্রচেষ্টাকারীদের বিরুদ্ধে উপজেলার সাহারপুকুর বাজার সহ গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নজরুল ইসলাম মোল্লাকে সন্ত্রাসী উল্লেখ করে ওই ঘটনার বিচার দাবী করে এলাকাবাসী পোষ্টারিং করেছে। এই ঘটনাটি প্রতিবেদক মানবতাবিরোধী যুদ্ধাপরাধ মামলার স্বাক্ষী প্রদানে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে ব্যস্ত থাকায় এই প্রতিবেদনটি প্রকাশে বিলম্ব হলো।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই জাকির হোসেন জানান, মিন্টু মন্ডলকে হত্যা প্রচেষ্টায় মামলা দায়ের হলে তাৎখনিক অভিযান চালিয়ে হাসান ওরেেফ মেহেদী হাসান নামক এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি আরও জানান এই মামলায় জড়িত আসামী গোবিন্দপুর গ্রামের উজ্জ্বল ও শ্রীপুর গ্রামের মেহেদী হাসান আদালতে আত্মসমর্পন করে জামিনে মুক্ত হয়েছে। তবে ওই মামলার ১নং আসামী নজরুল ইসলাম মোল্লা সহ অন্যান্য আসামীরা এখনও পলাতক রয়েছে।
থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, জমিজমা সংক্রান্তে পারিবারিক কলহের জের ধরে মিন্টু মন্ডলকে হত্যা প্রচেষ্টায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা একজন এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে। অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ষ্টাফ রিপোর্টার