রাজীবপুরে ইয়াবা সহ ইউপি সদস্য আটক
রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য রজব আলীকে (৫৫) ৭ পিছ ইয়াবা সহ আটক করেছে রাজীবপুর থানা পুলিশ।মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দক্ষিন কাচারীপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার এস আই এবি সিদ্দিক সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি মেম্বার রজব আলীকে ৭ পিছ ইয়াবা সহ আটক করা হয়।তিনি মাদক ব্যাবসায়ী নয় তবে নিয়মিতভাবে মাদক সেবন করতেন।
ইউপি সদস্যকে ইয়াবা সহ আটকের বিষয়ে জানতে চাইলে রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল বলেন,বিষয়টি খুবই দুঃখজনক এবং লজ্জাকর।একজন জন প্রতিনিধি হয়ে তিনি মাদক সহ পুলিশের হাতে আটক হয়েছেন এজন্য আমরা পরিষদের সদস্যদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ।ইয়াবা সহ আটক আটককৃত ইউপি সদস্য রজব আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য সেবন ও বহনের দায়ে মামলা করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজীবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রবিউল ইসলাম।