শিবগঞ্জে শিশু ও নারী উন্নয়নে সচেতনাতয় কর্মশালা অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় জেলা তথ্য অফিস, বগুড়ার আয়োজনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“শিশু ও নারী উন্নয়নে সচেনতামূলক যোগাযোগ কার্যক্রম” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় আজ শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুুষ্ঠিত এ ওরিয়েন্টেশন কর্মশালায় বগুড়া জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের জনপ্রতিনিধি, সুূশীল সমাজ, আইনপ্রয়োগকারী সংস্থা, সাংবাদিক ও নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সচেতন হতে হবে। বাল্যবিবাহ মারাত্মক সামাজিক ব্যধি। আমাদের সকলকে এক হয়ে এ ব্যধিকে নির্মূূল করতে হবে। এছাড়া নিরাপদ মাতৃত্ব, শিশু টিকা, জন্মনিবন্ধন, নারী নির্যাতন প্রতিরোধে ভূমিকা রাখতে আহ্বান জানান। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, জেলা সহকারী তথ্য কর্মকর্তা সাবিহা আক্তার লাকী, সহকারী তথ্য কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারক নাথ কুন্ডু, শিববগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান খান, শিক্ষা কর্মকর্তা গোলাম কবীর, ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, তোফায়েল আহম্মেদ সাবু, শিবগঞ্জ বরকতিয়া মসজিদের খতিব মাও: আলমগীর হোসেন, পুরহিত প্রদীপ চক্রবর্তী, সাংবাদিক আব্দুর রউফ রুবেল। এসময় উপজেলার জনপ্রতিনিধি ও সুশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি