গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭
রাজধানীর মিরপুরের রূপনগরে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার সকালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল পৌনে ৪টার দিকে রূপনগর ১১ নম্বর সড়কে বেলুনে গ্যাস ভরছিলেন এক ব্যবসায়ী। এ সময় হঠাৎ করেই বিস্ফোরিত হয় সিলিন্ডারটি। এতে ঘটনাস্থলেই ৪ শিশুর মৃত্যু হয়।
এরপর বুধবার দিনগত রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন শিশু নিহাদ ও পঙ্গু হাসপাতপালে চিকিৎসাধীন শিশু রিয়ার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে আরও একজনের মৃত্যু হয়। আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যায় ৪ শিশু। তারা হলো- শাহিন (১০), নূপুর (৭), ফারজানা (৯) ও রমজান (৮)। তবে সন্ধ্যার পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিয়া মনি (১০) ও জান্নাত (১৪)। এদের সবার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পরে আরেকজন মারা যায়।