পোরশায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার নিতপুর গোপিনাথপুর এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০১৮-২০১৯ইং অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত রোপা-আমন প্রদর্শণী বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় আদর্শ কৃষক আলহাজ্ব শফিকুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই, মামুন-উর-রশিদ ও তারজেমা খাতুন।
বক্তব্য রাখেন আদর্শ কৃষক আলহাজ্ব মতিউর রহমান প্রমুখ। এসময় স্থানীয় দেড় শতাধীক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক