বেনাপোলে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আটক ১
বেনাপোল চেকপোস্ট থেকে তিন কেজি ৮০০ গ্রাম স্বর্ণসহ সিটি আবাসিক হোটেলের মালিক মোমিন চৌধুরীকে (৪০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।
আজ বৃহস্পতিবার সকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। মোমিন চৌধুরী সাদিপুর গ্রামের মৃত হাসু চৌধুরীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ৪৯টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৯৮ লাখ টাকা।
৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, মোমিন চৌধুরীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

অনলাইন ডেস্ক