যশোরে তেলবাহী লরির ধাক্কায় মাদরাসাশিক্ষক নিহত
যশোরে তেলবাহী লরির ধাক্কায় আব্দুর রশিদ (৫৫) নামের এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আবদুর রশিদ যশোর শহরতলির খড়কি কবরস্থান এলাকার বাসিন্দা ও উপশহর আলিম মাদরাসার শিক্ষক।
নিহতের সহকর্মী আবুল ফজল জানান, বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ ব্যক্তিগত কাজে বাইসাইকেলে করে বকচর এলাকায় যাচ্ছিলে। এ সময় খুলনা থেকে আসা তেলবাহী একটি লরি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক