বরিশালে জেএমবির ‘সক্রিয় সদস্য’ গ্রেফতার
বরিশালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এর সক্রিয় সদস্য ইমাম হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব।ইমাম হোসেন মুলাদীর তেরচর গ্রামের আবুল হোসেন আকন্দের ছেলে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল র্যাব-৮ এর সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, ইমামতি ও লন্ড্রি ব্যবসার আড়ালে জেএমবির সাংগঠনিক প্রচারণা চালাতেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাতে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসষ্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, র্যাবের জিজ্ঞাসাবাদে ইমাম হোসেন স্বীকার করেছেন তিনি জেএমবির সক্রিয় সদস্য। দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়া-আসা করতেন। নিজ পেশার আড়ালে ছদ্মবেশে আত্মগোপন করে উগ্রপন্থী কর্মকাণ্ড নতুনভাবে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার কাজ করতেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে সাংগঠনিক প্রচারের বইপত্র উদ্ধার করা হয়েছে।

অনলাইন ডেস্ক