নাজমা হত্যার বিচার চায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম
সৌদিতে নারী গৃহকর্মী নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা এ দাবি জানায়।
সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো, সাধারণ সম্পাদক শম্পা বসু, ঢাকা নগর শাখার সদস্য রোকসানা আফ্রুজ আশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সভাপতি মুক্তা বাড়ৈ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন নির্যাতনের অভিযোগে সৌদিতে গৃহকর্মী পাঠানোর বন্ধ করলে ১০১৫ সালে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে সৌদি আরব। এরপর থেকে গত জুলাই পর্যন্ত তিন লাখ নারী কর্মী গেছেন সৌদি আরবে। দুই বছরের চুক্তিতে যাওয়া নারী কর্মীরা মাসে বেতন পান বাংলাদেশি টাকা মাত্র ১৭ হাজার।
সমাবেশে বক্তারা নাজমা হত্যার বিচারের পাশাপাশি জড়িত কর্মকর্তা-কর্মচারীদের আইনের আওতায় এনে অবিলম্বে কূটনৈতিক এবং আইনি পদক্ষেপ নিতে হবে বলে জোর দাবি জানান।

অনলাইন ডেস্ক