বগুড়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত
‘‘ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে ৪৮তম জাতীয় সমবায় দিবস।
দিবসটি পালন উপলক্ষ্যে জেলা সমবায় কার্যালয় ও সদর উপজেলা সমবায়ীদের উদ্যোগে আজ শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন। পরে এক পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পদযাত্রা শেষে জেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মকবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সমবায় ব্যাংক লিঃ এর সভাপতি আমিনুল ইসলাম ডাবলু।

ষ্টাফ রিপোর্টার