বিরামপুরে ধর্ষণ চেষ্টার মামলায় যুবক কারাগারে
বিরামপুর পৌর এলাকার ইসলাম পাড়ায় এক গৃহবধুকে ধর্ষন চেষ্টার মামলায় পুলিশ এক যুবককে কারাগারে পাঠিয়েছে।
মামলা সূত্রে প্রকাশ, বিরামপুর পৌর এলাকার ইসলামপাড়া গ্রামের নির্মল সরকারের ছেলে ভোলা সরকার (২৬) এক গৃহবধূকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজী না হওয়ায় ভোলা স্বামীর অনুপস্থিতিতে সন্ধ্যা রাতে ঐ গৃহবধুর ঘরে প্রবেশ করে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় গৃহবধূর ডাক-চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
এঘটনায় ভোলা পালিয়ে যাওয়ার সময় গৃহবধূর স্বামী ভোলাকে আটক করে। এঘটনায় গৃহবধু বাদি হয়ে বিরামপুর থানায় মামলা করেছেন।
পুলিশ অভিযুক্ত ভোলাকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি