পাঁচবিবিতে মেয়র কাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন
পাঁচবিবিতে মেয়র কাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৯’র উদ্বোধন অনুষ্ঠান আজ শনিবার বিকেল ৪ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে পাঁচবিবি পৌসভার আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেয়র মোঃ হাবিবুর রহমান হাবিব।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাদিম সারওয়ার,ভাইস চেয়ারম্যান সোহরাহ হোসেন মন্ডল,মুক্তিযোদ্ধা কামান্ডার মিছির আলী মন্ডল,প্যানেল মেয়র নূর হোসেন ও ক্রীড়া সংস্থা সম্পাদক এটিএম জাহিদুর রহমনা রানা প্রমুখ।
উদ্বোধনী খেলায় পাঁচবিবি পৌরসভা একাদশ বনাম বিরামপুর একাদশ পরস্পরের মোকাবেল করে। এ টূর্ণামেন্টের জয়পুরহাট জেলার পাঁচবিবিসহ আশেপাশের জেলার ৮টি ফুটবল দল নামতালিকাভূক্ত করেছে। সভার পূর্বে বেলুন উড়িয়ে টূর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাদিম সারওয়ার।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি