দুপচাঁচিয়ার বর্তমান পৌর পরিষদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়
আসন্ন দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচন নিয়ে বর্তমান মেয়রসহ দুপচাঁচিয়া পৌর পরিষদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে ৯নভেম্বর শনিবার বিকালে দুপচাঁচিয়া থানা বাসষ্ট্যান্ডে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।পৌর মেয়র বেলাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের পরিচালনায় ওই সভায় দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, সাবেক সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর এস,এম কায়কোবাদ,সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, দুপচাঁচিয়া পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান সজল বক্তব্য রাখেন।এসময়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এমদাদুল হক, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর এ,বি,এম জহুরুল ইসলাম খান মিলন, সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, পৌর কাউন্সিলর দিলবর রহমান, রায়হান সরদার রতন, দুপচাঁচিয়া পৌর যুবলীগের সাধারন সম্পাদক আরিফুজ্জামান বুলেট সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বর্তমান মেয়র বেলাল হোসেন সহ নির্বাচিত পৌর পরিষদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করে দুপচাঁচিয়া পৌর এলাকায় সুষম উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান।

ষ্টাফ রিপোর্টার