ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
মুসলমানদের পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক আশিক কুমার শ্যানাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ রোববার সকাল থেকে সরকারী ছুটি থাকায় দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামীকাল সোমবার সকাল থেকে যথারীতি নিয়মে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন পুলিশ অফিসার ইনচার্জ রফিকুজ্জামান জানায়,ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

অনলাইন ডেস্ক