পঞ্চগড়ে আওয়ামীলীগের দুই অংশের পৃথক সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে আওয়ামীলীগের সম্মেলনে ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে পৃথকভাবে সংবাদ সম্মেলন করেছে আওয়ামীলীগের দু’টি অংশ। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও পঞ্চগড় সদর উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটি নামে জেলা ও উপজেলা আওয়ামীলীগের দুটি অংশ পাল্টাপাল্টি ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আওয়ামীলীগের চলমান সম্মেলনকে বাধাগ্রস্থ ও বিতর্কিত করা এবং দলের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ এনে পঞ্চগড় উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটি গতকাল মঙ্গলবার পঞ্চগড় প্রেসকাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে পঞ্চগড় সদর উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, যুগ্ম আহবায়ক বিপেন চন্দ্র রায়, আওয়ামীলীগ নেতা মাসুদ পারভেজ হিটলার, জোতিশ চন্দ্র রায়, মাহবুব আলম, সাইফুল আলমসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পঞ্চগড় সদর উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন জানান, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড কমিটির সম্মেলনে সম্মেলন প্রস্তুত কমিটির নেতৃবৃন্দ বা কোন নেতার চাপে কোন পকেট কমিটি ও ড্রয়িং রুম কমিটি গঠন করা হয়নি। কেন্দ্রীয় নির্দেশনা মেনে সম্মেলন প্রস্তুত কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে কোথাও সমঝোতা আবার কোথাও ভোটে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে ইউনিয়ন কমিটি করার তারিখ নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে কতিপয় পথভ্রষ্ট নেতা ও পরাজিতরা মিথ্যা অভিযোগ এনে বিভ্রান্তিকর কথা বলে চলমান সম্মেলনকে বাধাগ্রস্থ ও বিতর্কিত করতে এবং দলের ভাবমূর্তি ক্ষুর্ণ করতে সংবাদ সম্মেলন করেছে।
অন্যদিকে আওয়ামীলীগের চলমান সম্মেলনে স্বজনপ্রীতি অনিয়মের মাধ্যমে নেতাদের চাপে পছন্দের লোকদের দিয়ে পকেট কমিটি ও ড্রয়িং রুম কমিটি গঠন করার অভিযোগ এনে গত সোমবার বিকেলে পঞ্চগড় চেম্বার মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ টি এম সারোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, সাবেক জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন উর রশিদ সেলিম, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফজলে নূর বাচ্চু, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুস সামাদ, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, নূরল ইসলাম মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ টি এম সারোয়ার হোসেন ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব জানান, কমিটি গঠনে আওয়ামীলীগের যে ১২ নির্দেশনা দেয়া হয়েছে ওয়ার্ড কমিটির সম্মেলনে তা মানা হচ্ছে না। অনিয়ম করে, স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে নেতাদের চাপে নিজেদের পছন্দের লোকদের নিয়ে পকেট কমিটি ও ড্রয়িং রুমে বসে কমিটি গঠন করা হচ্ছে। বিএনপি, জামায়াত, জাগপাসহ বিভিন্ন দলের অনুপ্রবেশকারীদের নিয়ে কমিটি গঠন করছে। এর ফলে ভবিষ্যতে আওয়ামীলীগের দলীয় অবস্থান নাজুক হয়ে পড়বে বলে তারা জানিয়েছেন। নেতৃবৃন্দ কেন্দ্রীয় নির্দেশনার আলোকে গঠনতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধি