গোবিন্দগঞ্জে পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ -সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু।
পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল আলম সরকারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আকন্দের সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম ঝন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক আজম সরকার,দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম সরদার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার ডিনা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জাকারিয়া ইসলাম সাজু,ধর্মীয় সম্পাদক আইয়ুব হোসেন সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা সোহেলা পারভীন সুখী, ১নং
ওয়ার্ডের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ডের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর আলহাজ্ব আবু হেনা আসাদুজ্জামান রানু, সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু,৩নং ওয়ার্ডের সভাপতি সেকেন্দার আলী সরকার, সাধারণ সম্পাদক শাহ মোঃ জাকির আলম ডিপু, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,৬ নং ওয়ার্ডের সভাপতি গোবিন্দ রাজভর মোনা,সাধারণ সম্পাদক কাজী রওশন আলম রানা,৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের সভাপতি গাজিউল আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সদস্য প্রতীক কুমার গুপ্ত ও উত্তম কুমার সাহা প্রমুখ।
সভার শুরুতেই পৌর আওয়ামীলীগের প্রয়াত সভাপতি ছানোয়ার হোসেন আকন্দের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় পৌর আওয়ামীলীগের কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করতে বিশদ আলোচনা শেষে সাংগঠনিক বিষয়ে বেশ কিছু সিন্ধান্ত গৃহিত হয়।

গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি