বিরামপুরে প্রকল্প সমাপনী কর্মশালা
বিরামপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ইভিপির্আএ প্রকল্প সমাপনী ও টেকসই পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিরামপুর পৌরসভা হলরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পল্লীশ্রী, ওয়ার্ল্ড ভিশন ও পামডো’র বাস্তবায়নে এই প্রকল্প কর্মশালার উদ্বোধন করেন, বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী সরকার টুটুল। এতে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র মাহবুর রহমান হান্না, নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, সচিব সেরাফুল ইসলাম, কাউন্সিলর মিজানুর রহমান, শহিদুল ইসলাম, জোবাইল ইসলাম জুয়েল, আঙ্গুরা বেগম, পল্লীশ্রী ইভিপিআরএ প্রকল্পের সিনিয়ন সিডিএস সাইফুল ইসলাম, সিপিএস সুবাস হাঁসদা, অজয় কুমার রায়, রতœা রানী প্রমূখ।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: