বগুড়ায় প্রকাশ্যে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
বগুড়ায় বাজারের ভেতর প্রকাশ্যে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বগুড়া সদর উপজেলার অদ্দিরগোলা বাজারে হত্যাকান্ডটি সংঘটিত হয়। নিহত আব্দুর রহিম (৩৫) সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু দণিপাড়ার মোজাহার আলীর ছেলে। পেশায় মাছের পোনা (হ্যাচারি) ব্যবসায়ী আব্দুর রহিম ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।
বাজারের ব্যবসায়ীসহ প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুর রহিম মটরসাইকেল নিয়ে বাজারের মধ্যে দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় অদ্দিরগোলা বাজারের পূর্বপাশে একদল দুর্বৃত্ত তার পথরোথ করে। তারা মটরসাইকেল থেকে রহিমকে রাস্তায় ফেলে দিয়ে ধারালো অস্ত্রে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় ভয়ে ওই বাজারের প্রায় ৩ শতাধিক দোকান মুহুর্তে মধ্যে বন্ধ করে লোকজন বাজার থেকে চলে যায়। ফলে গুরুতর আহত অবস্থায় রহিম ওই রাস্তায় পড়ে থাকলেও কেউ তাকে হাসপাতালে নেয়নি। একারণে রক্তক্ষরণে সেখানেই তার মৃত্যু হয়।
সদর থানা ওসি জানায়, নিহত রহিমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা প্রচেষ্টার একটি মামলা রয়েছে। ২০১৬ সালে সাবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসরাইল হক সরদারকে কুপিয়ে আহত করার ঘটনায় ওই মামলা দায়ের হয়। সেই মামলার প্রধান আসামী ছিলেন রহিম।
ঘটনার পরপরই বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ওই এলাকায় আধিপত বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের একাধিক দল হত্যাকারিদের সনাক্ত করে গ্রেফতার করতে মাঠে নেমেছে বলে উল্লেখ করেন তিনি।

অনলাইন ডেস্ক