পার্বতীপুরের বিশিষ্ট সমাজসেবী মহসীন আলী মোল্লা’র দাফন সম্পন্ন
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে শহরের ইসলামপুর এলাকার অধিবাসি বিশিষ্ট সমাজসেবী মহসীন আলী মোল্লা’র দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ যোহর পার্বতীপুর পৌর শহরের রেলওয়ে শহীদ ময়দানে জানাজা শেষে স্থানীয় আব্বাসপাড়া করবস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজার নামাজে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর-মেয়র এ জেড এম মেনহাজুল হক, সাবেক পৌর-মেয়র এম এ ওহাব সরকার, জননেতা মোঃ আমজাদ হোসেন সহ স্থানীয় বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়।
গতকাল বুধবার রাত ৯ টা ৩০ মিনিটে নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মহসীন আলী মোল্লা (৬৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে............ রাজিউন)। মুত্যু কালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।

অনলাইন ডেস্ক