বগুড়ায় বাল্য বিয়ে না করার শপথ নিল শতাধিক কিশোরী
বাল্য বিয়ে না করার শপথ নিয়েছে বগুড়া সদরের গোকুল এলাকার শতাধিক কিশোরী। সেই সঙ্গে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ইভটিজিং প্রতিরোধ, দুনীতি ও মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে প্রচারনা চালানোরও শপথ নিয়েছে তারা।
বগুড়ার সদরের গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার তাদেরকে এই শপথ বাক্য পাঠ করান।
সরকারী আজিজুল হক কলেজের ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের পরিচালিত উন্নয়ন সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস) বৃহস্পতিবার দুপুরে এর আয়োজন করে। মুনলাইট কিশোরী ফোরাম গঠন ও প্রতিবন্ধীদের কর্মসংস্থানে মুনলাইট এগ্রো মিনি ফার্ম’র উদ্বোধন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদরের গোকুল সরদার পাড়ায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনলাইট এর পরিচালক প্রোগ্রামস মো: আমজাদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, গোকুল ইউনিয়ন পরিষদের মেম্বার সাজেদুল ইসলাম, এমডিএস’র সহ-সম্পাদক মোরশেদা বেগম আইভি, সমন্বয়ক শহিদুল আলম তুষার, প্রতিবন্ধী বিষয়ক রিপোর্সপার্সন জুয়েল আলম খন্দকার, প্রশাসনিক কর্মকর্তা রোখসানা আহমেদ রুমা, মুনলাইট কিশোরী ফোরামের সমন্বয়ক শামিমা খাতুন সিজা, মো: পারভেজ মিয়া, পায়েলসহ অনেকেই।
বক্তারা বলেন, মাদক,বাল্য বিয়ে প্রতিরোধ ও সুস্থ্য সমাজ গঠনে কিশোরীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। তাদেরকে পড়াশুনায় মনোযোগী আর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। মানুষের সেবা করার মানষিকতা নিয়ে তাদেরকে বড় হতে হবে।
বক্তারা আরো বলেন, প্রতিবন্ধীরা এই সমাজেরই মানুষ। তাদেরকে উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। তাদের কর্মসংস্থানে সুযোগ করে দিতে হবে।
পরে বিশেষ চাহিদা সম্পন্ন মো: পারভেজ মিয়ার কর্মসংস্থানে স্থাপিত মুনলাইট এগ্রো মিনি ফার্ম প্রকল্পের উদ্বোধন করা হয়। পরে অতিথিরা পারভেজ এর হাতে সংস্থার পক্ষ থেকে ২টি ছাগল তুলে দেন। উল্লেখ্য, এগ্রো মিনি ফার্ম প্রকল্পে প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তদের প্রত্যেককে নিজ বাড়িতে সবজি প্লট, ১২ টি করে মুরগী ও ২ টি করে ছাগল দেয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি