অধিভুক্ত ৭ কলেজের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। চলবে বেলা ১১টা পর্যন্ত। শিক্ষার্থীরা পরীক্ষা শেষে প্রশ্নপত্র বাইরে আনতে পারবে না। পরীক্ষা শেষে উত্তর পত্রের সঙ্গে প্রশ্নপত্র জমা দিতে হবে জানিয়েছেন সাত কলেজের ফোকাল পয়েন্ট ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খন্দকার।
এছাড়া পরীক্ষার হলে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার সময় পরীক্ষার্থীর দুই কান দৃশ্যমান থাকবে। ক্যালকুলেটর, ঘড়ি, ব্লুটুথ বা টেলিযোগাযোগ করা যায় এমন ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পরীক্ষা শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছে। আবু হানিফ নামের এক পরীক্ষার্থী বলেন, রাজধানীতে প্রচুর যানজট থাকে তাই খুব ভোরেই চলে এসেছি। এখন চাপমুক্ত আছি৷

অনলাইন ডেস্ক