পঞ্চগড়ে শ্যামলী পরিবহন গাড়ি থেকে ইয়াবাসহ মাদক পাচারকারি আটক
পঞ্চগড়ে চট্ট্রগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন থেকে ৫৭৫ পিছ ইয়াবাসহ বাহারুল ইসলাম (৪০) নামে এক মাদক পাচারকারিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা উপজেলার ধনিপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। আটককৃত বাহারুল খুলনা ডুমুরিয়া এলাকার ওহাব সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী শ্যামলী পরিবহনের একটি বাসে ইয়াবা নিয়ে পঞ্চগড় আসছিল মাদক পাচারকারি বাহারুল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ধনিপাড়া এলাকার পঞ্চগড়-ঢাকা মহাসড়কে গাড়িটি থামান। পরে গাড়ীতে তল্লাশী করে ৫৭৫ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ মাদক চোরাকারবারি বাহারুলকে আটক করে পুলিশ। সে দীর্ঘদিন থেকে চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে পঞ্চগড়ে একটি মাদক ব্যবসায়ী চক্রের কাছে বিক্রি করেন বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার এই চালান নিয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে আসার জন্য সে কুমিল্লা থেকে ওই গাড়িতে উঠেন।
পঞ্চগড় গোয়েন্দা পুলিশের ওসি মোজাফ্ফর হোসেন বলেন, গাড়িতে ইয়াবাসহ মাদক পাচারকারি থাকতে পারে এমন খবরে আমরা গাড়ি থামিয়ে তল্লাশি করি। পরে ৫৭৫ পিছ ইয়াবা উদ্ধারসহ বাহারুল নামে খুলনার ডুমুরিয়া এলাকার ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করার প্রস্তুতি চলছে। #

পন্চগড় প্রতিনিধি