বগুড়ায় ৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বগুড়া অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী, অভিষেক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি র্যালী শহর প্রদক্ষিণ করে।
সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, বিআইআইটি অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ি মাহবুবুর রহমান, রানার প্লাজার পরিচালক সাইরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া ইয়ূথ কয়্যার সভাপতি লায়ন্স আতিকুর রহমান মিঠু। সভাপতিত্ব করেন বগুড়া অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি প্রকৌশলী মনোয়ারুল ইসলাম। আলোচনা সভা শেষে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সাধারণ সম্পাদক লিপি প্রধানের সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের উপদেষ্টা ও সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বগুড়া প্রতিনিধি