বগুড়ায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা
বগুড়ার পাইকারী বাজারে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে।
গতকাল শুক্রবার পেঁয়াজ বিক্রি হয়েছে ২শ’ থেকে ২১০ টাকায়। আজ শহরের পাইকারি রাজাবাজারে পেঁয়াজের আমদানি বাড়ার সাথে সাথে পেঁয়াজের দামও কমতে শুরু করেছে।
মিয়ানমার, তুরস্ক এবং চায়না থেকে আনা পেঁয়াজে বাজার সয়লাভ হয়ে গেছে। পাশপাশি দেশী পেঁয়াজও বাজারে উঠেছে। দেশী পেঁয়াজ এখনও তেমন পোক্ত হয়নি। আরো ১৫ দিন পর এই পেঁয়াজ পোক্ত হবে। তবে দামবেশী দেখে কৃষক আগাম পেঁয়াজ জমি থেকে তুলে এনেছে। এদিকে দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।
পাইকারি বিক্রেতা এবং আমদানীকারক জানালেন, পেঁয়াজের দাম খুব শিগগিরই কমতে শুরু করবে।

ষ্টাফ রিপোর্টার