নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

নওগাঁয় বিজিবির অভিযানে ৪৮ প্যাকেট ভারতীয় ম্যাকডুয়েল জুসপ্যাক মদ উদ্ধার করেছে।পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধীনস্থ চকচন্ডি বিওপি'র টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আঃ ছালাম এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬৩/১-এস হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার চককালু নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮ প্যাকেট ভারতীয় ম্যাকডুয়েল জুসপ্যাক মদ (প্রতিটি ৯০ মিলিঃ) মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সম হয়।তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৭২ হাজার টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী উক্ত উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।