ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তিতে শিক্ষকদের যথাযথ জ্ঞান অজর্ন করতে হবে: সফিউদ্দিন আহমদ
শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব সফিউদ্দিন আহামদ বলেছেন,উন্নত ও সমৃদ্ধির পথে বর্তমান বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং বর্হিবিশ্বের সাথে তাল মিলিয়ে পথ চলতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তথ্যপ্রযুক্তির জগতে দক্ষ করে তুলতে হবে কিন্তু তাদের শেখানোর আগে তিনি সকল শিক্ষকদের তথ্যপ্রযুক্তিতে যথাযথ জ্ঞান অর্জনের মাধ্যমে প্রস্তুত হতে বলেন।
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) বগুড়ায় শনিবার সকালে একাডেমীর মিলনায়তনে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীর ৩০ দিন মেয়াদি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি) বিষয়ক প্রশিণ কোর্স ২০১৯-২০ অর্থ বছরের ২য় পর্যায় এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। নেকটার বগুড়ার পরিচালক শাফিউল ইসলাম (উপ-সচিব) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন বর্তমান সরকার তথ্যপ্রযুক্তিতে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন যার ধারাবাহিকতায় বগুড়ায় নেকটার পরিবার মানসম্মত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে যার মাধ্যমে তথ্যপ্রযুক্তির জগতে দক্ষতা অর্জনে দৃশ্যমান পরিবর্তন এসেছে যা চলমান থাকবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন নেকটার বগুড়ার উপ-পরিচালক আলহাজ্ব মুহা: মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) পরিচালক (প্রশাসন) আব্দুস সামাদ।উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানে সহকারী প্রশিক্ষক খোদেজা বেগম।উল্লেখ্য, উক্ত ব্যাচে ৩০ দিন মেয়াদি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি) বিষয়ক প্রশিণে দেশের প্রায় ৪৭টি জেলার ১০০টি উপজেলার ১৩৬ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার