সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে নববিবাহিত যুবকের আত্মহত্যা
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম কাইছালু (৩০) নামে নববিবাহিত এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল (শনিবার) দুপুরে শহরের অদুরে ঢেলাপীর রেলঘুন্টি এলাকায় ওই ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের ছোট বেড়াকুঠি গ্রামের মৃত. চৈতা মাহমুদের ছেলে আমিনুল ইসলাম কাইছালু। গেল দুইদিন আগে অর্থাৎ গত বুধবার রাতে আমিনুল ইসলাম বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর ঘটনার দিন আজ শনিবার চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর এক্সপ্রেস তিতুমীর ট্রেনটি দুপুর আনুমানিক ১২ টার দিকে সৈয়দপুরে আসছিল। এ সময় ট্রেনটি সৈয়দপুর -নীলফামারী রেলপথে উল্লিখিত এলাকায় আসা মাত্র দীর্ঘ সময় ধরে সেখানে অপেক্ষামান আমিনুল ইসলাম হঠাৎ রেল লাইনে মাথা রেখে শুয়ে পড়েন। ফলে ট্রেনে কাটা পড়ে তাঁর দেহ দ্বি-খন্ডিত হয়। পরে খবর পেয়ে সৈয়দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাঁর আত্মহত্যা সঠিক কারণ জানা যায়নি।সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ঝুনু বড়ুয়া, ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) মামলা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি