দিনাজপুরে ভারতীয় ৫০০ বোতল ফেন্সিডিলসহ আটক-১
দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দিনাজপুর র্যাব-১৩। আটককৃত মাদক ব্যবসায়ী দিনাজপুর সদর কোতয়ালি থানার ফকিরপাড়ার (বড়বন্দর) গ্রামের আব্বাস আলীর ছেলে সোলাইমান (৩৮)।
র্যাব-১৩ জানায়, আজ রোববার রাত ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কোতয়ালি থানার ফকিরপাড়া গ্রামে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল মজুদ রয়েছে।এমন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যদের নিয়ে সোলাইমানের বাড়ীতে অভিযান পরিচালনা করে।
অভিযান চালিয়ে তার বাড়ীতে রাখা ৫০০ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। আটককৃত আসামীর সোলাইমানের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর কোতয়ালি থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি