বিরামপুরে সাংবাদিকের বাড়ি ভাংচুরের ঘটনায় আটক ১
বিরামপুর শহরের পূর্বজগন্নাথপুর মন্ডলপাড়া মহল্লায় সাংবাদিক আব্দুল কুদ্দুসের বসত বাড়ির সীমানা প্রাচির ও দরজা-জানালা ভাংচুরের ঘটনায় পুলিশ প্রধান আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে।
এজাহার সূত্রে প্রকাশ, সাংবাদিক আব্দুল কুদ্দুস ১৫/১৬ বছর আগে বাড়ি নির্মান করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। প্রতিবেশী আসামী রফিকুল ইসলাম ১০/১২জনকে সাথে নিয়ে হাসুয়া, ছোরা, রড ও লাঠিসোটা সমেত গত শনিবার সাংবাদিকের বাড়িতে অনধিকার প্রবেশ করে। এসময় রফিকুলের হুকুমে অন্যান্য আসামীরা বাড়ির ১৫ হাত দীর্ঘ পাকা প্রাচির, গ্রিলের দরজা ও জানালা ভাংচুর করেছে। এতে ঐ সাংবাদিক আব্দুল কুদ্দুস থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এজাহারের ভিত্তিতে পুলিশ প্রধান আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করে রবিবার দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি