পঞ্চগড়ে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পিকেএসএফ’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় পঞ্চগড়ে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসা পর্যায়ে নবীন ও প্রবীণ মেলা এবং হাড়িভাঙ্গা খেলা, আগের দিনের গল্প বলা ও দেশের গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মাঠে ওই প্রতিযোগিতার আয়োজন করে ইএসডিও। প্রতিযোগিতা শেষে বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক।
বক্তব্য দেন ইএসডিও’র এলাকা ব্যবস্থাপক এম এ মতিন সাঈদী, শাখা ব্যবস্থাপক দীপেন্দ্র নাথ রায়, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির কর্মসূচি ব্যবস্থাপক মামুন মাসুদ কবির প্রমূখ। এ সময় বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয়ী দল ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে মূল্যবান বই প্রদান করা হয়। প্রতিযোগিতা ৮টি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পঞ্চগড় প্রতিনিধি