সাপাহারে শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত
নওগাঁর সাপাহার উপজেলায় সারাদেশের ন্যায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের এ উপজেলায় সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯৯ জন। এদের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ২ হাজার ৩৫২ জনের মধ্যে প্রথম দিনের ইংরেজী পরীক্ষায় অনুপস্থিত ৪৮ জন এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী ৭৪৭ জনের মধ্যে ১১৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো বলে সাপাহার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম জানান।
এছাড়া সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করে জানা যায় এ সেন্টার থেকে মোট ৫৫৬ জন ছাত্র-ছাত্রী এ মধ্যে ২৫১ জন ছাত্রী ও মাদ্রাসা ছাত্র-ছাত্রী মোট ৯১ জন এর মধ্যে ৪৩ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করেছে বলে উপজেলা রিসোর্স সেন্টার ইনিক্ট্রাকক্টর(ইউ আর সি) মো: জাহাঙ্গীর আলম জানান।

সাপাহার(নওগা)প্রতিনিধি