হিলি-বগুড়া রুটে বাস বন্ধে বিপাকে পাসর্ফোটধার্রী যাত্রীরা
হিলি-বগুড়া রুটে বাস চলাচল বন্ধে বিপাকে পড়েছে এলাকাবাসীসহ ভারত থেকে আসা পাসফোর্টধারী যাত্রীরা। নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবীতে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে হিলি-বগুড়া রুটে অনিদিষ্টকালের ডাকা বাস পরিবহন ধর্মঘট ২দিন ধরে চলছে। এরফলে বিপাকে পড়েছেন ওই পথে চলাচল করা যাত্রীরা। শনিবার সকাল থেকেই বাস চালকরা নিজ নিজ গাড়ি বন্ধ রেখে এই কর্মসুচি পালন করছেন। এদিকে বগুড়া রুটে বাস না পেয়ে বিপাকে পড়েছেন হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা। তারা বিকল্প উপায়ে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌছানোর চেষ্টা করছেন। তবে হিলি থেকে দিনাজপুর, রাজশাহী, রংপুর, জয়পুরহাট ও ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

হিলি (দিনাজপুর)প্রতিনিধি