বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলার ধুনট উপজেলায় পদযাত্রা কর্মসূচি পালিত
জনগণের ভোটাধিকার, কলেজ-বিশ্ববিদ্যালয় দখলমুক্ত, রেল-সড়কে মৃত্যুর মিছিল বন্ধ, জাতীয় ন্যুনতম মজুরী ১৬ হাজার টাকা নির্ধারণ, ভূমিহীন ক্ষেতমজুর সহ গ্রামীণ মজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের উপর জুলুম-নির্যাতন বন্ধ, ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী অসমচুক্তি বাতিলসহ ১৭ দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পাটি’র (সিপিবি) ডাকে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে।
কেন্দ্রীয় কমিটি ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সিপিবি বগুড়া জেলাধীন ধুনট থানা শাখার উদ্যোগে ২০ কিলোমিটার পদযাত্রা কর্মসূচি বিকেল ৩টায় উদ্বোধন করা হয় ধুনট কেন্দ্রীয় শহিদ মিনারে। এ পদযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ধুনট উপজেলা সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা কমরেড সাহা সন্তোস।
হুকুমআলী মোড়ের পথসভার মাধ্যমে এ পদযাত্রা শুরু হয়ে হাসপাতালের মোড়, বাজার মোড়, তারাকান্দি, এলাঙ্গীতে পথসভা অনুষ্ঠিত হয়। সবশেষে এলাঙ্গীতে গিয়ে পথসভার মাধ্যমে ২দিনের মতো এ কর্মসূচি সমাপ্ত হয়। সিপিবির নেতা-কর্মিবৃন্দসহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ লাল পতাকা এবং জাতীয় ও স্থানীয় বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন। এছাড়াও বিভিন্ন দাবি সংবলিত লিফলেটও বিতরণ করা হয়।
এসব পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কমরেড সাহা সন্তোস বলেন, দেশ আজ এক ভয়াবহ সংকটে নিমজ্জিত। পুরো যুবসমাজ কর্মসংস্থানের অভাবে অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছে। যে কারণে যুবকদের মধ্যে ক্ষোভের আগুন সৃষ্টি হচ্ছে। সমাজে উঁচু-নীচু শ্রেণিগত বিভেদ তৈরি করে রাখা হয়েছে। মৌলবাদীদের প্রেসক্রিপশনে পাঠ্যপুস্তকে সাপ্রদায়িকতার বীজ বপন করা হচ্ছে। আর্থিক বৈষম্য ক্রমাগতভাবে বেড়েই চলেছে।
ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের ভূমি দখল সহ তাদের উপর জুলুম-অত্যাচার এবং শিশু ও নারী হত্যা-নির্যাতন নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান নারী-শিশু নির্যাতন বন্ধে দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার এবং ভূমিহীন ক্ষেতমজুর সহ গ্রামীণ মজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা সহ শ্রমিকদের ন্যুনতম মজুরী ১৬ হাজার টাকা নির্ধারণ এবং ধান-গম সহ সকল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য বক্তারা জোর দাবি জানান।
কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ কুমার পাল বলেন, রাষ্ট্রযন্ত্র বর্তমানে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। ক্ষমতাসীনদের সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মিরা ক্রাইমসিন্ডিকেট তৈরি করে ক্যাসিনো বানিজ্য সহ টেন্ডারবাজি চাঁদাবাজির মাধ্যমে দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করেছে।
ভারতের সাথে অসম চুক্তি বাতিলের আহবান জানিয়ে তারা বলেন, তিস্তার পানি বণ্টনের ন্যায্য চুক্তির জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও সরকার ভারতের কাছ থেকে তা আদায় করতে সক্ষম হয়নি। বরং অসম চুক্তির মাধ্যমে উল্টো ফেনী নদীর পানি ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে লুটপাট দুর্নীতি গণতন্ত্রহীনতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং শোষণমুক্ত সাম্যবাদী সমাজব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাস্তে মার্কায় ঐক্যবদ্ধ হয়ে জোরালো আন্দোলনে ঝাপিয়ে পড়ার জন্য ছাত্র-জনতার প্রতি বক্তারা আহবান জানান।
পথসভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক হরি শংকর সাহা,সদস্য নিমাই ঘোষ, কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ কুমার পাল, ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, সিপিবি ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা: বিভূতি ভূষণ শীল, সিপিবি নেতা ছামছুল হক ভোলা, তোফাজ্জল হোসেন, শাজাহান আলী সাজা, আব্দুস সামাদ, জাবেদ আলী, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদ, সহ-সভাপতি আয়েন উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক প্রনতি ভূষণ শীল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।
সিপিবি ধুনট উপজেলা সাধারণ সম্পাদক ডা: বিভূতি ভূষণ শীল বক্তব্যে বলেন, শ্রমিক শ্রেণী উৎপাদন করে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখে এবং দেশকে সমৃদ্ধির পথে অগ্রসর করে। অথচ সেই শ্রমিক শ্রেণী অনাহারে অর্ধাহারে থাকবে, বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরবে এবং তার ছেলে মেয়ে নিরক্ষর থাকবে এটা মেনে নেওয়া যায় না।
দেশে যে শ্রম আইন কার্যকর আছে তা শ্রমিকের স্বার্থ রক্ষা করে না, মালিকের স্বার্থ রক্ষা করে। এই শ্রম আইন সংশোধন করতে হবে। শ্রমিক ছাটাই, শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে। তিনি আরও বলেন দেশ বাঁচাও, শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও এমন নীতিতে শ্রম আইন প্রণয়ন করতে হবে। মানব সভ্যতার ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস। লড়াই- সংগ্রাম-আন্দোলন ছাড়া মালিক পক্ষ কোন দাবি মেনে নিবে না, অধিকার আদায় হবে না। অধিকার ও দাবি আদায় করতে হলে শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে!
নিমাই ঘোষ বলেন গ্রামাঞ্চলের যে কোনো শ্রেণি-পেশার মানুষের জীবনযাপনে বিরাজ করছে এক চরম হতাশা-ক্ষোভ-অনিশ্চয়তা-নিরাপত্তাহীনতা। গ্রামীণ অর্থনৈতিক অবকাঠামো মূলত কৃষি নির্ভর। কৃষি অর্থনীতির দেয়ালগুলো আজ ভেঙে দেয়া হচ্ছে। কৃষি বাজার নিয়ন্ত্রণ করছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধিসহ তাদের পৃষ্ঠপোষক সিন্ডিকেট। প্রতি বছর ধান, আলু, পাটসহ প্রধান ফসলের লাভজনক দাম না পেয়ে কৃষক চরমভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। কৃষকের ফসলের লাভের টাকা ছিনিয়ে নেয় এই সিন্ডিকেট। বারবার লোকসান গুণে কৃষক আর কৃষির দিকে ফিরে তাকাতে চাচ্ছে না।
শ্রীকান্ত মাহাতো বলেন, বক্তারা বলেন দেশের সকল অন্যায়-দূর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাই কে স্বোচ্ছার আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের সকল ব্যবসায়ী কে বিচারের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্রব্যমূল্যর উদ্দগতি, গ্যাস, বিদ্যুৎ, পরিবহন ভাড়া, বেকারত্ব সাধারণ মানুষের জীবন-জীবিকা কে চরম দূবির্ষহ ও বিপন্ন করে তুলছে। মুক্তিযুদ্ধের চেতনা আজ ভূলুন্বিত। নারী নিপীড়ন, ধর্ষণ বহুগুন বেড়েছে। আইনের শাসন প্রশ্নবিদ্ধ।
ছাত্র ইউনিয়ন এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা সংসদের সভাপতি মো: নাদিম মাহমুদ বলেন বাজার আজ সরকার ও প্রশাসনের নিয়ন্ত্রনহীনতায় পিয়াজের মূল্য বৃদ্ধিতে সারাদেশে জণগণ মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
যে কৃষক পিঁয়াজ উৎপাদন করেছে সে নায্য মূল্য পায়নি কিন্তু সিন্ডিকেট ব্যবসায়ীরা আজকে জনগণের পকেট কেটে নিচ্ছে।
বর্তমানে দেশে ধনীদের বাড়ছে টাকা গরীবদের পকেট ফাঁকা। নানা ভাবে সাধারণ জনগণ কে শোষণ করে কতিপয় ব্যাক্তি লুটপাট করে নিচ্ছে।
দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্যদিয়ে জনগণের স্বপ্ন বাস্তবায়ের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনিয়ম-দূনীর্তি-লুটপাট-সন্ত্রাস-জঙ্গীবাদ-ধর্ষণের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলে সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধের জন্য কমিউনিস্ট পার্টির লাল পতাকা তলে ঐক্যবদ্ধ হতে জনগনের প্রতি আহবান জানান।

অনলাইন ডেস্ক