নন্দীগ্রামে যুব উন্নয়ন অফিসে লোকবল সংকটে ঋন কার্যক্রম ব্যাহত: সাড়ে ১৪ লক্ষ টাকা বকেয়া
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুব উন্নয়ন অফিসে লোকবল সংকটের কারনে ঋন কাযক্রম ব্যাহত সহ সাড়ে ১৪ লক্ষ টাকা বকেয়া পড়েছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, নন্দীগ্রাম যুব উন্নয়ন অফিসে এ বছরে সরকার কর্তৃক ২৩ লক্ষ ১৮ হাজার ৮শ টাকা প্রশিক্ষণ প্রাপ্ত ৪০৫৫ জন পুরুষ ও ৩৩১১ জন মাহিলাদের মধ্যে থেকে ৮৯০ জন পুরুষ ও ৩৫৮ জন মহিলার মধ্যে ২ কোটি ৬২ লক্ষ ৭৫ হাজার টাকা ঋন বিতরণ করা হয়। কিন্তু লোকবল না থাকার করনে ওই ঋন গুলি উত্তলন করা সম্ভব হচ্ছে না। বকেয়া ঋন আদায় করে অন্য প্রশিক্ষন প্রাপ্ত যুবক ও মহিলাদের মধ্যে বিতরন করলে তাদের বেকারত্ব দুর হত। কিন্তু ওই অফিসে ঋন প্রদান এবং আদায় করার জন্য ৩ জন ক্রেডিট সুপার ভাইজার থাকার কথা কিন্ত সেই স্থলে ১জন আছে ২ জন নাই। ফলে পুরো ঋন কার্যক্রম ব্যাহত হচ্ছে ।
যার ফলে বেকার যুবকরা ঋন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। নষ্ট হচ্ছে তাদের উজ্জল ভবিষ্যৎ।এসব বেকার যুবকরা ঋন পেলে নিজের পায়ে দাড়িয়ে নিজের ও পরিবারের দুঃখ ঘোচাতে পারত হাসি ফুটত পরিবারে। এদিকে উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুর রউফ নন্দীগ্রামের দায়িত্ব পালন করছে ৩দিন । এছাড়াও তিনি ধুনুট যুব উন্নয়ন অফিসে ডিপুটেশনে ২দিন কর্মরত থাকে। যার কারনে অফিস কর্মকর্তার অনুপস্থিতে অফিসের কার্যক্রম দারুন ভাবে ব্যাহত হচ্ছে। লোকবল নিয়োগ করলে এবং যুব উন্নয়ন কর্মকর্তা নিয়মিত অফিস করতে পারলে উপজেলার বেকার যুবকদের অনেক উপকার হতো। এ বিষযে যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, দুই জায়গায় অফিস করা অনেক কষ্টসাধ্য ব্যাপার তবুও আমি চেষ্টা করছি সময় মত অফিস করার। অপর দিকে ক্রেডিট সুপার ভাইজার ইব্রাহিম খলিলের সাথে যোগাযোগ করলে তিনি এই প্রতিনিধিকে জানান, আমার একা যতদুর সম্ভব কাজ করছি কিন্ত আরো ২জন ক্রেডিট সুপার ভাইজার অতি সত্বর নিয়োগ করা প্রয়োজন।

ষ্টাফ রিপোর্টার