বগুড়ায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে একাত্তরের মুক্তিযোদ্ধা সংগঠন বগুড়া জেলা কর্তৃক আয়োজিত মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সাংবিধানিক স্বীকৃতি, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক ও চুড়ান্ত তালিকা প্রনয়নে সুনিদিষ্ট প্রস্তাবনাসহ ১৫ দফা দাবিনামা বিষয়ে গুলো নিয়ে এ সমাবেশের আয়োজর করা হয়।
বীর মুক্তিযোদ্ধা এ্যাড. তোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাত্তরের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুর বাশার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা রন্টু, বীর মুক্তিযোদ্ধা এল কে আবুল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোবারক আলী, বীর মুক্তিযোদ্ধা ডাঃ বাতেন, বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. লাল সহ প্রমূখ।সমাবেশে নেতৃবৃন্দ ১৫ দফা দাবিগুলো তুলে ধরেন।
১৫ দফা দাবিগুলো হলো- মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সাংবিধানিক স্বীকৃতি প্রদান, অবিলম্বে বিদ্যমান সকল তালিকা হতে অমুক্তিযোদ্ধাদের অপসারন করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক ও চুড়ান্ত তালিকা প্রনয়ন কাজ সম্পন্ন করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় কমিশন গঠন, জয় বাংলাকে রাষ্ট্রীয় ধ্বনির স্বীকৃতি প্রদান, মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক রাষ্ট্রীয় পরিচয়পত্র প্রদান, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের গৌরব, ঐতিহ্য ও মানসম্মান রক্ষায় মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন প্রনয়ন, সময় এবং দ্রব্যমূল্যর সাথে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা যে হারে বর্ধিত করা হয়েছে বা হয়ে থাকে, অনুরুপভাবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধহত মুক্তিযোদ্ধাদের মাসিক ও সম্মনীভাতা পারস্পারিক সামঞ্জস্যমূলকভাবে বৃদ্দিকরণ। মুক্তিযোদ্ধাদের সকল উৎসব ভাতা ও বোনাস মূল ভাতার সমহারে নির্ধারন এবং প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারবে উৎসব ভাতা প্রদান। মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক সঞ্চয়পত্র স্কিম চালু করা সহ আরো অন্যান্য দাবিদাওয়া তুলে ধরেন।