ভোলায় বিসিকে সরকারী ৩২শ বস্তা চাল নতুন প্যাকেটে বাজারজাতের সময় জব্দ
ভোলায় বিসিক এলাকায় খান ব্রাদার্স মিলে খাদ্য মন্ত্রণালয়ের ৩২শ বস্তা সরকারী চাল অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডের নতুন প্যাকেট করে বাজারজাত করার সময় জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে ভোলা সদরের চরনোয়াবাদের বিসিক এলাকায় অভিযান চালিয়ে ভোলা সদর এসিল্যান্ড কাউছার হোসেন চালগুলো জব্দ করেন।এসময় মিলটিকে সিলগালা করেন এবং ম্যানেজার মো: মোতালেবকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ডসহ উভয় দন্ড প্রদান করেন।দন্ডপ্রাপ্ত মোতালেব পৌর ৭নং ওয়ার্ডের মোজাফর সিকদারের ছেলে।
ভোলা সদর এসিল্যান্ড কাউছার হোসেন নিশ্চিত করে বলেন, খান ব্রাদার্স মিলে প্রায় ১০৩ মেট্রিক চাল এর মধ্যে ৯৪ মেট্রিকটন প্রায় ৩২শ বস্তা চাল খাদ্য মন্ত্রণালয়ের সরকারী চাল। তারা র্দীঘ দিন ধরে বিভিন্ন চালের সাথে সরকারী চাল মিশিয়ে অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডের প্যাকেট করে বাজারজাত করার অভিযানে প্রমাণ মিলেছে। এসময় মিলটিকে সিলগালা করেন এবং ম্যানেজার মো মোতালেবকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ডসহ উভয় দন্ড প্রদান করেন।

ভোলা প্রতিনিধি