এবার দেশি বীজেই হবে তরমুজের চাষ
উপকূলীয় জেলা পটুয়াখালী তরমুজের জন্য বিখ্যাত। দেশে এখনো তরমুজের জাতের বীজ উৎপাদনের যথাযথ প্রযুক্তি না থাকায় চীন, জাপান, ভিয়েতনাম, ভারত, মালয়েশিয়া থেকে বীজ আমদানি করা হয়। এ বীজ আমদানি করতে প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয় হয়। তবে বাংলাদেশে প্রথমবারের মতো তরমুজের জাত বীজ উৎপাদনে সফল হয়েছে পটুয়াখালী আঞ্চলিক কৃষি উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, ২০১৮ সালে জেলায় ২১ হাজার ৬৮২ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়। এতে ১০ লাখ ৮৪ হাজার ১০০ মেট্রিকটন তরমুজ উৎপাদন হয়।
২০১৬-১৭ সালে বাংলাদেশে ২৯ হাজার ৩৩৮ একর জমিতে ২ লাখ ৫৩ হাজার ৬৬১ মেট্রিকটন তরমুজ উৎপাদন হয়। একই সময়ে বরিশাল বিভাগে ১২ হাজার ৪৮৭ একর জমিতে ৬২ হাজার ৩৭৮ মেট্রিকটন তরমুজ উৎপাদন হয়।
রাঙ্গাবালী চরকাজল এলাকার কৃষক আনিচ মৃধা, রফিক মিয়া জাগো নিউজকে জানান, অনেক গ্রাম বা শহরে টাকা দিলেও ভালো হাইব্রিড জাতের বীজ পাওয়া যায় না। ফলে হাইব্রিড বীজ বপন করে সঠিক ফসল পাচ্ছেন না তারা। অন্যতম কারণ ডিলারদের বীজ কারসাজি। যারা কৃষি কাজ করেন, তাদের পক্ষে ভেজাল বীজ নির্ণয় কর সম্ভব নয়।

অনলাইন ডেস্ক