নন্দীগ্রামে ব্যবসায়ীদের কৃত্রিম সংকটে লবনের দাম বৃদ্ধি: ইউএনওর পরিদর্শন
বগুড়ার নন্দীগ্রামে কতিপয় কিছু অসাধু ব্যবসায়ী লবনের কৃত্রিম সংকট তৈরী করার কারনে আকস্মিকভাবে নন্দীগ্রামের বিভিন্ন হাট-বাজারে লবনের দাম বৃদ্ধি পেয়েছে। লবনের দাম বৃদ্ধির খবরে উপজেলার বিভিন্ন লবনের দোকান ও আড়ত পরিদর্শন করেছেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোছা: শারমিন আখতার ও সহকারী কমিশনার (ভূমি) মো: আরাফাত রহমান।
আজ মঙ্গলবার উপজেলার নন্দীগ্রাম, ওমরপুর, রণবাঘা, কুন্দার সহ বিভিন্ন হাটবাজারে খোজ নিয়ে জানা গেছে, প্রতি ৫০ কেজির লবনের বস্তা পূর্বে বিক্রি হতো ৫২০ টাকা যা বর্তমানে বেড়ে বিক্রয় হচ্ছে ৬৮০ থেকে ৮০০ টাকা।
সারাদেশে যখন পিঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষ দিশেহারা ঠিক তখনই কিছু কতিপয় অসাধু ব্যবসায়ী পিঁয়াজের মত লবনের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। এভাবে তারা কৃত্রিম সংকটের মাধ্যমে বাজার কে অস্থিতিশীল করা চেষ্টা করছে। পিঁয়াজ ছাড়া তরকারি রান্না করা গেলেও লবন ছাড়া তরকারি রান্না করা অসম্ভব। তাই তারা এ সুযোগ টাকে কাজে লাগানোর পাঁয়তারা করছে।
মঙ্গলবার বাজারে খলিলুর রহমান, আব্দূল মান্নান, সাইদা বেগম সহ বেশ কয়েকজন লবন ক্রেতা জানান, হঠাত করে লবনের দাম বৃদ্ধি পেয়েছে। গত হাটের চাইতে আজকের হাটে প্রতি কেজি লবন ৫ থেকে ৬ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। লবন ছাড়া তো চলবে না তাই দাম বেশি হলেও কিনতে হবে।
নন্দীগ্রাম বাসষ্ট্যান্ডের লবনের আড়তদার শহিদুল ইসলাম বলেন, হঠাত শোনা যায় বিভিন্ন স্থানে লবনের দাম বেড়েছে সেই কারনে আমিও ৬০০ থেকে ৭০০ টাকা প্রতি বস্তা লবন বিক্রি করছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতার বলেন, নন্দীগ্রাম বাসষ্ট্যান্ডের লবনের আড়তদার শহিদুল ইসলামের দোকান সহ বেশ কয়েকটি দোকান পরিদর্শন করা হয়েছে এবং আমার উপস্থিতিতে লবনের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে দেওয়া হয়েছে।
এসময় তিনি উপস্থিত জনসাধারণকে বলেন, কতিপয় কিছু অসাধু ব্যবসায়ী লবনের কৃত্রিম সংকট সৃষ্টি করে লবনের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এছাড়াও তিনি পূর্বের দামে লবন কেনার জন্য জনসাধারণ কে নির্দেশনা দেন।

অনলাইন ডেস্ক