হিলি-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ,দিনাজপুর রুটে আংশিক
মঙ্গলবার হিলি-বগুড়া রুটে আংশিক বাস চলাচল থাকলেও বুধবার সকাল থেকে আবারও বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।অন্য দিকে হিলি-দিনাজপুর রুটে বাস চলাচল স্বাভাবিক থাকলেও বুধবার সকাল থেকে ঢিলেঢালা ভাবে চলছে কয়েটি যাত্রীবাহী বাস।
নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবীতে হিলি স্থলবন্দর থেকে হিলি-বগুড়া রুটে অনিদ্রিষ্টকালের জন্য যাত্রিবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালক ও মালিকরা। এতে করে বিপাকে পড়েছেন ওই পথে চলাচলরত বাস যাত্রিরা। তবে গতকাল গাড়ীর কাগজপত্র আপডেট ৩-৪টি গাড়ী চলাচল করেছে।
বাস শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, তাদের সংগঠনের পক্ষ থেকে বাস চলাচল বন্ধ করা হয়নি। তাদের গাড়ীর ও চালকদের সঠিক কাগজপত্র না থাকায় তারা বাস চলাচল বন্ধ রেখেছে। আজ বুধবার সকাল থেকেই চালকরা নিজ নিজ গাড়ি বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছেন। এতে করে ওই পথে চলাচলরত যাত্রিরা বাস না পেয়ে বিপাকে পড়েছেন, বিকল্প উপায়ে বাড়তি ভাড়ার মাধ্যমে গন্তব্যে পৌছানোর চেষ্টা করছেন।
হিলি বাস ট্রারমিনালের চেইনমাষ্টার জুলফিকার আলী রনজু জানান, কেউ মারা গেলে নতুন আইনে চালকের মৃত্যুদন্ড বা আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। শৃমিকদের এতো টাকা দেওয়ার সামর্থও নাই আর বাস চালিয়ে চালকরা জেলখানায় যেতে চায়না। তাই তারা নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবীতে বাস চলাচল বন্ধ রেখেছে। নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবীতে হিলি বাস শৃমিক ইউনিয়ন কোন আন্দোলন করছেনা। দিনাজপুর রুটে যে কয়েকটি গাড়ী ও চালকের কাগজপত্র সঠিক আছে তারা গাড়ি চালাচ্ছে।

অনলাইন ডেস্ক